কম্পিউটারে কাজ শেষে বা যে কোন কারণে
কম্পিউটারর বন্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিলে যাবতীয় প্রোগ্রামগুলো বন্ধ করে নিতে
হবে। তারপর খোলা জানালা বা উইন্ডোজের নীচে বাম পাশে Start লেখা অংশে মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করলে
একটি মিনি পর্দা আসবে যেখানে অনেকগুলো অপশন লেখা থাকবে।
সবচেয়ে নীচে ডানদিকে Turn
off লেখা একটি অংশ দেখা যাবে। ঠিক ঐ অংশে মাউসের পয়েন্টার দিয়ে কিক
করলে খোলাজানালায় অন্য একটি মিনি পর্দা আসবে যেখানে Stand by, Turn off এবং Restart নামের তিনটি অপশন দেখা
যাবে। এখান থেকে Turn off এর উপর ক্লিক করলে
স্বয়ংক্রিয় ভাবে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এরপর সকল বিদ্যুৎ সংযোগগুলো খুলে ফেলতে
হবে বা A/C Off করে দিলেও চলবে।
No comments:
Post a Comment