সফটওয়্যার পাইরেসি(Software Piracy):
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ ব্যক্তির বা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত নকল বা কপিকরাকে সফটওয়্যার পাইরেসি বলে।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ ব্যক্তির বা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত নকল বা কপিকরাকে সফটওয়্যার পাইরেসি বলে।
সাইবার সন্ত্রাস(Cyber bully/Crime):
তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছু করতে বাধ্য করা হলে, তাকে সাইবার সন্ত্রাস বলে।
তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছু করতে বাধ্য করা হলে, তাকে সাইবার সন্ত্রাস বলে।
হ্যাকিং(Hacking):
অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে, পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিজের করে নেয়াকে হ্যাকিং বলা হয়।
অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে, পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিজের করে নেয়াকে হ্যাকিং বলা হয়।
স্প্যামিং(Spamming):
মানুষের ইমেইল আইডিতে মাঝে মাঝেই অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল এসে বিরক্তির উদ্দ্রেগ ঘটায়। এই ধরনের মেইলকে স্প্যাম মেইল বলে। সাধারণত Hi, Hello, How are u? এই ভাবে মেইল সমূহ পাঠানো হয়। এভাবে শত শত মেইল প্রেরণের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মেইল অ্যাড্রেসের মেমোরি দখল করে। ইহা স্প্যামিং নামে পরিচিত।
মানুষের ইমেইল আইডিতে মাঝে মাঝেই অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল এসে বিরক্তির উদ্দ্রেগ ঘটায়। এই ধরনের মেইলকে স্প্যাম মেইল বলে। সাধারণত Hi, Hello, How are u? এই ভাবে মেইল সমূহ পাঠানো হয়। এভাবে শত শত মেইল প্রেরণের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মেইল অ্যাড্রেসের মেমোরি দখল করে। ইহা স্প্যামিং নামে পরিচিত।
সাইবার চুরি(Cyber Theft):
অনলাইনে কোন নেটওয়ার্কে প্রবেশ করে কোন ব্যক্তির তথ্য নিয়ে পরবর্তীতে সেই তথ্য সমূহ ব্যবহার করে সাইবার অপরাধ সংঘটিত হয়। এক্ষেত্রে ব্যাংক জালিয়াতি করে মানুষের অর্থ আত্মসাৎ করা সম্ভব।
অনলাইনে কোন নেটওয়ার্কে প্রবেশ করে কোন ব্যক্তির তথ্য নিয়ে পরবর্তীতে সেই তথ্য সমূহ ব্যবহার করে সাইবার অপরাধ সংঘটিত হয়। এক্ষেত্রে ব্যাংক জালিয়াতি করে মানুষের অর্থ আত্মসাৎ করা সম্ভব।
স্পুফিং(Spoofing):
স্পুফিং শব্দের অর্থ প্রতারণা বা ধোঁকা দেয়া। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ভূল ভাবে উপস্থাপন করা হয় তখন যেকোনো নেটওয়ার্ক বিভ্রান্ত হতে পারে। ফলে নেটওয়ার্ক থেকে যে কেউ অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করতে পারে।
স্পুফিং শব্দের অর্থ প্রতারণা বা ধোঁকা দেয়া। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ভূল ভাবে উপস্থাপন করা হয় তখন যেকোনো নেটওয়ার্ক বিভ্রান্ত হতে পারে। ফলে নেটওয়ার্ক থেকে যে কেউ অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করতে পারে।
ফিশিং এবং ভিশিং(phishing and Vishing):
ফিশিং হচ্ছে এক ধরনের প্রতারণা। নিজের পরিচয় গোপন করে বিশ্বস্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহারের মাধ্যমে কারো গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত প্রযুক্তি।
ফিশিং হচ্ছে এক ধরনের প্রতারণা। নিজের পরিচয় গোপন করে বিশ্বস্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহারের মাধ্যমে কারো গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত প্রযুক্তি।
প্লেজিয়ারিজম(Plagiarism):
অন্যের লেখা বা গবেষণা প্রবন্ধ নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে। এক্ষেত্রে প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয় না।
অন্যের লেখা বা গবেষণা প্রবন্ধ নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে। এক্ষেত্রে প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয় না।
Md Monir Hossain.
B.Sc.(Hons) Computer Science and engineering
Teacher: Information and Communication Technology
Mobile:01767687804;
B.Sc.(Hons) Computer Science and engineering
Teacher: Information and Communication Technology
Mobile:01767687804;
No comments:
Post a Comment